ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি তৎপরতায় বিএনপির কর্মসূচি পণ্ড

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

পুলিশের তৎপরতায় পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবসহ দলের কারান্তরীণ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে শুক্রবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় জেলা বিএনপি।

বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর ফলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করতে পারেনি।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকায় পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে তারা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।

bbaria02

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, মানববন্ধনের নামে বিএনপি কতিপয় সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টম্বর কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি খালেদ হোসেন মাহবুবকে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। পরদিন খালেদ হোসেন মাহবুবের বাসভবনে সংবাদ সম্মেলন করে তার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

আরও পড়ুন