ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আগাম ক্ষীরায় লাভের আশা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৬ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাঠগুলোতে এখনও বন্যার পানি থাকলেও উঁচু জমিতে আগাম জাতের ক্ষীরা চাষে ঝুঁকেছেন কৃষকরা। বন্যার পানি জমিতে যেন প্রবেশ করতে না পারে সেজন্য সম্ভাব্য পানি প্রবেশের রাস্তাগুলো বন্ধ করে পালাক্রমে পাহারা দিচ্ছেন চাষিরা। চাষিদের আশা ফলন ও দাম ভালো পেলে লাভবান হবেন তারা।

গাড়াদহ গ্রামের ক্ষীরা চাষি রোশনাই প্রামানিক জানান, তিন বিঘা জমিতে ক্ষীরার চাষ করেছেন তিনি। চাষ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। আরো প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হবে। যদি ফলন ভালো হয় এবং কোনো রোগ বালাই না হয় তাহলে তিন বিঘা জমি থেকে খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা লাভ হবে বলে জানান তিনি।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মনজু আলম সরকার জানান, এ বছর প্রায় দুইশ হেক্টর জমিতে ক্ষীরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনেক উঁচু জায়গাগুলোতে আগাম জাতের ক্ষীরা চাষ শুরু হয়েছে। বন্যার পানি নেমে গেলে নিচু জমিতেও ক্ষীরার চাষ হবে। এই ফসলটি দুই মাসের ফসল। বোপনের ৩০ দিনের মধ্যেই ফসল হারভেস্ট শুরু হয়। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ঘুরে ঘুরে পরামর্শ দিচ্ছেন। আশা করি ভালো ফলন ও দাম পেলে চাষিরা লাভবান হবেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন