ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই নেতাকে উকিল নোটিশ পাঠালেন এমপি মোকতাদির

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দুই নেতাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা হলেন- দলের উপদেষ্টা আমানুল হক সেন্টু ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন।

এমপি মোকতাদির চৌধুরীর আইনজীবী মুহাম্মদ নাজমুল হোসেন বৃহস্পতিবার এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

উকিল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের বটতলি গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে আমানুল হক সেন্টু ও হেলাল উদ্দিন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমপি মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে কোনো প্রকার উস্কানি ছাড়াই অসত্য, অপতথ্য, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এতে করে মোকতাদির চৌধুরীর মানহানি হয়েছে। এছাড়া নেটিশে এমপি মোকতাদির চৌধুরীর কাছে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা পত্রিকায় বিবৃতি দিয়ে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার কথাও বলা হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার আইনজীবী নাজমুল হোসেনের পক্ষে একজন আমার বাসায় এসে নোটিশটি দিয়ে গেছে। আজকে (শনিবার) আমি নোটিশের জবাব দেবো।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের নবনির্মিত সড়ক উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে আয়োজন করে কর্তৃপক্ষ। উক্ত সমাবেশে হেলাল উদ্দিন বক্তব্যে এমপি মোকতাদির চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, বিভিন্ন বদলি ও টেন্ডার (দরপত্র) থেকে টাকা খান। চাকরি প্রার্থীদের কাছ থেকেও টাকা খান। একটা লোক বলতে পারবে না যে মেধা ও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। এছাড়া আমানুল হক সেন্টুও তার বক্তব্যে এমপি মোকতাদির সমালোচনা করেন।

আজিজুল সঞ্চয়/আরএ/এমএস

আরও পড়ুন