ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গুজবে কান দেবেন না

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে। বিএনপি নেতাদের হাতে-পায়ে ধরে নির্বাচনে আনার জন্য আমাদের ঠেকা পড়েনি। বিএনপি না আসলেও আরও ৫৪টি রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার মাগুরা জেলা পরিষদ চত্বরে এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, গুজবে কান দেবেন না। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

১৬ কোটি টাকা ব্যয়ে এ অডিটরিয়ামের নির্মাণকাজ শুরু করেছে মাগুরা জেলা পরিষদ। এটি নির্মাণের ফলে মাগুরাবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নত পরিবেশে উদযাপনের সুযোগ পাবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরাফাত হোসেন/এএম/জেআইএম

আরও পড়ুন