ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর মামলায় ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

ডাচ্ বাংলা ব্যাংকের বগুড়ার ধুনট শাখার ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট শহরে অবস্থি ব্যাংকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাসুদ রানা উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩ মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)। ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আদালত থেকে মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারি পরোয়ানা মূলে মাসুদ রানাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লিমন বাসার/এমএএস/এমএস