ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে খরায় পুড়ছে ফসল, ইস্তিসকার নামাজ আদায়

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে বৃষ্টি জন্য বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাণীরবন্দর ইয়াতিমখানা মাঠে বৃষ্টির জন্য এই ইস্তিসকার নামাজ ও হাত উল্টো দিকে করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুরে খরার কবলে পুড়ছে আমন ধানের ক্ষেত। এ অবস্থায় কৃষক বাড়তি পয়সা খরচ করে শ্যালোমেশিন ও বিদ্যুৎচালিত সেচের উপর ভরসা করেই ফসল বাঁচানোর অবিরাম চেষ্টা চালাচ্ছেন। তাতেও কাজ না হওয়ায় এখানকার কৃষকরা শেষ চাওয়া হিসেবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেন।

Dinajpur-rain-for-prayers

এর আগে এলাকাবাসী মাইকিং করে গত দুই দিন এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করেন। আগামী বুধবারও এই নামাজ অনুষ্ঠিত হবে।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হক সালাফি। তিনি বলেন, কাঙ্খিত বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৬টার সময় এই নামাজ অনুষ্ঠিত হবে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস