জাহাজ পরিষ্কারের সময় নদীতে পড়ে লস্কর নিখোঁজ
মোংলা বন্দরের পশুর চ্যানেলে কার্গো জাহাজ থেকে পড়ে এক মো. আসলাম (১৯) নামে এক লস্কর কর্মচারী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে পুলিশ, ডুবুরি ও কার্গো জাহাজের স্টাফরা অভিযান চালাচ্ছেন।
পুলিশ ও কার্গো জাহাজের মাস্টার মো. হোসেন জানান, বন্দরের পশুর চ্যানেলের ইঞ্জিনিয়ারিং জেটি সংলগ্ন এলাকায় অবস্থানরত এমভি আয়েশা বিবি নামক কার্গো জাহাজ ধুয়ে-মুছে পরিষ্কার করার সময় দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ আসলাম বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মো. আল আমিনের ছেলে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, কার্গো জাহাজের পণ্য খালাসের পর সেটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আসলাম।
এমএএস/পিআর