বাড়ির সানসেট ধসে ভাই-বোনের মৃত্যু
খুলনায় নির্মাণাধীন বাড়ির সানসেট ধসে ভাই-বোন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শিপন (১২) ও তার দেড় বছর বয়সী বোন সামিয়া খাতুন। তারা দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাদল শেখের সন্তান।
দৌলতপুর থানা পুলিশের ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, দুপুরে শিপন ও সামিয়া নিজ বাড়ির নির্মাণাধীন সানসেটের নিচে খেলা করছিল। এসময় সানসেট ধসে তাদের গায়ের ওপর পড়ে। এতেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নির্মাণাধীন বাড়িটির চারিদিকে ইটের পাকা দেয়াল এবং ওপরে টিনের ছাউনি দেয়া। বাড়িটির সানসেটে কোনো রড ছিল না এবং সিমেন্টও কম দেয়া ছিল। যে কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ভাই বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমগীর হান্নান/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান