ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে ৭টি হাতবোমার বিস্ফোরণ, আটক ৩

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১০ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার দুপুরে উপজেলার মোগড়া পাড়া ও কাঁচপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি এনামুল হক, উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর নবী মাস্টার ও কাঁচপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ইসমাইল হোসেন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোরশেদুল ইসলাম জানান, নাশকতা করতে বিএনপির নেতারা গুপ্তচরের মতো হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুটি স্থান থেকে বিএনপির তিনজনকে আটক করেছে।

শাহাদাত/আরএআর/আরআইপি

আরও পড়ুন