তারেকের মৃত্যুদণ্ড না হওয়ায় ভৈরবে বিক্ষোভ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের মৃত্যুদণ্ড না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ভৈরব উপজেলা আওয়ামী লীগ। রায় ঘোষণার পর পরই শহীদ আইভি রহমানের নিজ জন্মভূমি ভৈরবে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ভৈবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএস বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, অর্থ সম্পাদক হাবীবুর রহমান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি মো. খোকন মিয়া, সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রায় ঘোষণার পর গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমানের মৃত্যুদণ্ড চেয়ে শহীদ আইভি রহমানের বাবার বাড়ি চন্ডিবের গ্রামে আইভি রহমান চত্বরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এ সময় শহীদ আইভি রহমানের ভাইয়ের ছেলে ফারহান আহমেদ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস