মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের
প্রতীকী ছবি
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জে রায়গঞ্জে কালিকাপুরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০) ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন ২ নারী শ্রমিক। কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।
স্থানীয়রা ভ্যানে থাকা ২ নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ