ছয় নৌ-ডাকাত ধরল জনতা
সিরাজগঞ্জে সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় নৌ-ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদী থেকে নৌকাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন হালিম (২৪), তুষার (২০), বেলাল (২৪), সোহাগ (২০), শাহাদত (২৫) ও রনি (২৪)। এদের মধ্যে গণধোলাইয়ে আহত রনি ও শাহাদতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, রাতে যমুনা নদীতে নৌকাযোগে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় টের পেয়ে ওই ছয় নৌ-ডাকাতকে এলাকাবাসী ঘিরে ফেলে। এক পর্যায়ে ছয় জনকে আটক করে গণধোলাই দেয়া হয়। সকালে আটক ছয় ডাকাতকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর