ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘ইঁদুর নিয়ন্ত্রণে সচেতন হতে হবে’

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীতে ইঁদুর নিধন অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রা স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইঁদুর নিধন অভিযানের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, ইঁদুর একটি ভয়ঙ্কর প্রাণি। এ প্রাণিকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে জমির ফসলসহ অফিস-আদালত, বাসা-বাড়ির অনেক প্রয়োজনীয় কাজগপত্র কেটে নষ্ট করে ফেলে। তবে ওরা নিজেরা বাঁচার জন্য এসব কাটতে থাকে। ওদের দাঁত বড় হয়ে গেলে নিজেরাই মারা যায়। ইঁদুর এমন একটি জাত, যা বাচ্চা প্রসাবের কয়েক ঘণ্টার মধ্যে আবার গর্ভ ধারণ করতে পারে। তাই ইঁদুর নিয়ন্ত্রণে এখনই আমাদের সচেতন হতে হবে।

এতে জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসেক হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন সেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএ/জেআইএম

আরও পড়ুন