ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : শোভন

মির্জাপুর, (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তিনি বলেন, নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগকে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের মূল স্রোতে থেকে শৃঙ্খলার সঙ্গে সব নেতাকর্মীকে সংগঠনের কার্যক্রম পরিচালিত করতে হবে।

মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে স্থানীয় এমপি একাব্বর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শোভন বলেন, ছাত্রলীগ করতে হলে ছাত্রলীগের সংবিধান ও নেতাদের নির্দেশ মানতে হবে। রাজনীতির পাশাপাশি লেখাপড়া করতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মীর আসিফ অনিককে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ও মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে মির্জাপুরের এমপি একাব্বর হোসেনের আমন্ত্রণে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শোভন।

মো. এরশাদ মিঞা/এএম/আরআইপি

আরও পড়ুন