যমুনায় ইলিশ ধরায় ৬ জেলে আটক
ছবি-প্রতীকী
নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে যমুনায় ইলিশ ধরায় সিরাজগঞ্জের এনায়েতপুরে ছয় জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে রাতভর এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
পরে বৃহস্পতিবার ভোরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল থেকে রাতভর এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১৮টি কারেন্ট জাল (২০,০০০ মিটার) ও ৮০ কেজি ইলিশসহ ছয় জেলেকে আটক করা হয়। ভোরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জব্দকৃত মাছ এনায়েতপুরের এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের