ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘ঐক্যফ্রন্টের নেতারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক এরা (ঐক্যফ্রন্ট নেতারা) সেটা চান না। তারা ষড়যন্ত্র করছে, জনগণ সেই ষড়যন্ত্রের ব্যাপারে যেন হুঁশিয়ার থাকে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় ধরখার ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলমান ছিলো। ছয় বছর ধরে এর বিচার কাজ চলছে। শুধুমাত্র যুক্তি তর্কের জন্যই আড়াই বছর অপেক্ষায় ছিলো। তাই বিনা বিচারে খালেদা জিয়া জেল খাটছে বিএনপির এ কথা অমূলক।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফাসহ প্রশাসনের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএ/জেআইএম

আরও পড়ুন