ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৪ ঘণ্টায় ৫৩ জেলে আটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২১ অক্টোবর ২০১৮

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ ধরায় ৫৩ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযানের ৫৩ জন জেলেকে আটকের পাশাপাশি ১৪৫ কেজি ইলিশ মাছ ও দুই লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশ মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করে ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরে ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৬ জেলেকে ১০ দিন ও সাত জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

RAJBARI-HILSHA--(2)

জানা যায়, রোববার ১৫তম দিনের অভিযানে রাজবাড়ী সদরে ২৭ জন জেলে আটকের পাশাপাশি ২০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল, পাংশায় চার জেলেকে আটকের পাশাপশি ২০ কেজি মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল, কালুখালীতে তিন জেলেকে আটকের পাশাপশি ১৫ কেজি মাছ ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং গোয়ালন্দে ১৯ জেলেকে আটকের পাশাপাশি ৯০ কেজি মাছ ও এক লাখ ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

রাজবাড়ী সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, মোছা. দিলশাদ জাহান, মো. হাবিবুউল্লাহ, কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েদ হায়াত শিপলু, মো. হাবিবুউল্লাহ এবং পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদফতর, উপজেলা প্রশাসন ও ২০ আনসার ব্যাটালিয়ন অংশ গ্রহণ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএ/জেআইএম

আরও পড়ুন