ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাবি মোদের একটাই

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য হায়েনার দল মাঠে নেমেছে। চক্রান্ত শুরু করেছে। ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু দেশের শান্তিপ্রিয় মানুষ উন্নয়ন ধ্বংসকারী যেকোনো অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পৃথক দুটি সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুরে তার মায়ের নামানুসারে স্থাপিত বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইজ্ঞিনিয়ারিং ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন এবং বিকেলে পল্লী বিদ্যুতের কাজীপুর জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নাসিম বলেন, দাবি মোদের একটাই, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ ও সমুদ্রসীমা জয় করা হয়েছে। পদ্মা সেতুর মতো প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

Sirajgonj-Nasim-1

দলের নেতাকর্মীর উদ্দেশ্যে নাসিম বলেন, এখন ঘরে বসে থাকার সময় নেই। উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদরাসাসহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে-গ্রামে, বাড়ি-বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোনো মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

আরও পড়ুন