ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাঁস তাড়া করতে করতে ছোট্ট রাজু পানিতে

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভা এলাকায় পানিতে ডুবে রাজু শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু পৌরসভার হাউলি কেউটিল গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

নিহত শিশুর চাচা ফেরদৌস শেখ জানান, বাড়িতে থাকা হাঁস তাড়া করতে করতে সবার অজান্তে সকাল ১০টার দিকে তার ভাতিজা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে পুকুর থেকে রাজুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুমন কুমার পোদ্দার এর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

রুবেলুর রহমান/আরএ/এমএস

আরও পড়ুন