ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নিউ এইজ কারখানার সামনে দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সকালে ঢাকাগামী একটি পিকআপ নিউ এইজ কারখানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপের হেলপার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিকআপের চালক পালিয়ে যান।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে পিকআপ ভ্যানটি সরিয়ে নেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়ার কাজ চলছে। নিহতের পরিচয় পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এম এরশাদ/আরএ/এমএস