ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাদে প্রস্রাব করতে গিয়ে প্রাণ গেল হেলালের

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চার তলা ভবনের ছাদ থেকে পড়ে হেলাল উদ্দিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাইয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, টঙ্গী বাজার ভুষিরপট্টি এলাকার মাসুদা বেগমের চার তলা ভবনের ছাদে হেলালসহ কয়েকজন শ্রমিক রাতযাপন করতেন। তারা টঙ্গী বাজার এলাকায় পণ্যবাহী গাড়ির মালামাল লোড-আনলোড করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার সেরে তারা ছাদে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে ছাদের কিনারায় প্রস্রাব করতে গিয়ে ছাদ থেকে হেলাল নিচে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হুমায়ুন কবির, ময়নাতদন্তের জন্য বুধবার সকালে হেলাল উদ্দিনের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

আরও পড়ুন