ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ফেনসিডিলসহ কিশোর আটক

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৫ অক্টোবর ২০১৮

বেনাপোলে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুস সালাম (১৪) নামে এক কিশোর মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়- চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করে এনে শিকড়ি সীমান্তের একটি মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালামকে আটক করে।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার মনির হোসেন।

মো. জামাল হোসেন/বিএ