ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উল্লাপাড়ায় ৪০০ বস্তা সার আটক

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়ায় অভিযান চালিয়ে ৪০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পূর্বদেলুয়া এলাকা থেকে সারগুলো আটক করা হয়।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, আটককৃত সার শ্যামগঞ্জের মেসার্স তরিকুল ট্রেডার্সের নামে সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাট থেকে উত্তোলন করে ট্রাকে করে পাবনার সুজানগর থানার খলিলপুর ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ৪০০ বস্তা সার আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান আটককৃত সারগুলো থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে এসব সার নিলামে বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

আরও পড়ুন