পঞ্চগড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১, অবশেষে মামলা
পঞ্চগড়ে যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট প্রাণ গেল ১১ জনের।
শনিবার সন্ধ্যার পর তেঁতুলিয়া পাগলীডাঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় অবশেষে মামলা করেছে পুলিশ। শনিবার বিকেলে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই ফজলুল করিম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। মামলায় সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা হিসেবে দুই চালককে আসামি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আক্কাস আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আর ৫ জন নিহত হন।
সফিকুল আলম/এফএ/পিআর