ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কর্মস্থলে যাওয়া হলো না আমজাদের

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে লরিচাপায় আমজাদ হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার নগরপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মোক্তারপুর ইউপি সদস্য আব্দুল হেকিম জানান, সকাল ৬টার দিকে ইজিবাইকে চড়ে জুট মিলে যাচ্ছিলেন আমজাদ। এ সময় বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি লরি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

আরও পড়ুন