ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে ২১ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০১:২১ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৫ শিশুসহ ২১ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে- এমন খবরের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় আট পুরুষ, আট নারী ও পাঁচজন শিশুকে আটক করে তারা। আটকদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের বিভিন্ন এলাকায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন