উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল
নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মুকন্দগাঁতী বাজার ও সমেশপুর বিদ্যালয় মাঠে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনি আমিন এবং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাতে মুকুন্দগাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। পরে সমেশপুর বিদ্যালয় মাঠ থেকে বনি আমিন ও আলী আশরাফকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়া ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের