হাত ছিন্ন করে নিয়ে গেল ট্রাক
সাতক্ষীরা জেলার সুভাশুনি বাজারে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে রওশন আরা (৪০) নামে এক নারীর হাত দ্বিখণ্ডিত হয়েছে। গুরুতর আহত রওশন আরাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত রওশন আরা খুলনার ডুমুরিয়া থানার ধামালিয়া ইউনিয়নে মান্দ্রা গ্রামের আহমেদ আলীর মেয়ে।
রওশন আরা বলেন, খুলনার চুকনগর থেকে বাসে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিরাম। বাসটি সুভাশুনি বাজারে পৌঁছালে হঠাৎ গতি বেড়ে যায়। এই অবস্থায় গাড়িটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় লাফিয়ে ওঠে। আমি জানালার পাশের সিটে বসেছিলাম। ভারসাম্য রক্ষার্থে জানালার কাঁচ ধরতে গেলে হাতটি বাইরের দিকে চলে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া দ্রুত গতির ট্রাক বাম হাতটি ছিন্ন করে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘটনা শুনে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসচালক সজীবকে আটক করা হয়েছে। বাসের হেলপার পালিয়েছে।
পাটকেলঘাটা থানা হেফাজতে রয়েছে বাসটি। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ সংক্রান্ত থানায় এখনো কোনো মামলা হয়নি।
আকরামুল ইসলাম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের