ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭টি ককটেলসহ ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতালেব হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার জংলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোতালেব হোসেন উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মোতালেব হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা