ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ৩ জনের ওপর উঠে গেল অটোরিকশা

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ নভেম্বর ২০১৮

মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিতাস রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে তিতাস মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপর দুজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে পড়ে। এ সময় তিতাসসহ আরো দুজন আহত হন।

আহত অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিতাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

আরও পড়ুন