ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ নভেম্বর ২০১৮

পটুয়াখালীতে নিখোঁজের সাত দিন পর মঞ্জু মৃধা (৪১) নামে এক মাদক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের হেতালীয়া বাধঘাট এলাকার নদীর পাড় থেকে মরাদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

মঞ্জু শারিকখালী এলাকার মোফেজ মৃধার ছেলে ।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেতালীয়া বাধঘাট এলাকা থেকে মঞ্জু মৃধা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে নিয়মিত ২টি মাদক মামলা রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ হত্যার সঙ্গে কে বা কারা জড়িত পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

আরও পড়ুন