সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী সুজন ইসলাম বাদী হয়ে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম গোলাম মওলাসহ ১৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রল বোমা নিক্ষেপে করে দুর্বৃত্তরা। এতে গ্রাম আদালত কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র, চেয়ার টেবিলসহ পর্দার কাপড় পুড়ে যায়। এ ঘটনায় গ্রাম আদালতের সহকারী বাদী হয়ে মামলাটি করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা