ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ডাকাত সন্দেহে ৮ যুবক আটক

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

গাজীপুরে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ ৮ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা এলকার রওশন সড়কের গেইট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. কাজল মিয়া (১৯), মো. কামাল হোসেন (২৭), মো. সুমন মিয়া (১৮), মামুন (২০), মো. রেহান ইসলাম (১৮), সুমন (১৮) আপেল মিয়া (১৯) ও মো. রবি (২৫)।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চান্দনা এলাকার রওশন সড়কের প্রবেশ গেইট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, পাঁচটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

আরও পড়ুন