কিশোরের মোটরসাইকেল কাড়লো দুই ভাইয়ের প্রাণ
প্রতীকী ছবি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ (৫) ও আব্দুর রহমান (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মা রহিমা বেগম (৩০)।
নিহতরা সখিপুর থানার নৈমুদ্দিন সরকার কান্দি গ্রামের বাবু ব্যাপারীর ছেলে।
সখিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে সরকার কান্দি গ্রামের বাবার বাড়ি থেকে রহিমা বেগম তার দুই ছেলেকে নিয়ে নৈমুদ্দিন সরকার কান্দি গ্রামে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় নিমতলা এলাকায় পৌঁছালে একই ইউনিয়নের মুন্সি কান্দি গ্রামের রহমত উল্যাহ সরকারের ছেলে বরকত আলী (১৭) দ্রুত গতিতে চালিয়ে আসা মোটরসাইকেলটি তাদের উপরে উঠিয়ে দেয়।
এতে ঘটনাস্থলেই জুনায়েদ নিহত হয়। আহত অবস্থায় রহিমা বেগম ও আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুর রহমান মারা যায়। এছাড়া রহিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক মোটরসাইকেল ও চালক বরকত আলীকে আটক করে সখিপুর থানা পুলিশে সোপর্দ করেছে। বরকত আলী স্থানীয় হাবিব উল্যাহ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এখনও কেউ অভিযোগ করেনি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ছগির হোসেন/এফএ/এমএস