ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আজাদ সিদ্দিকী গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ১০:০০ পিএম, ০৬ নভেম্বর ২০১৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মির্জাপুর উপজেলা বিএনপি নেতা খন্দকার জাওয়াদ হোসেন পুলককেও গ্রেফতার করা হয়।

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পুলকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন।

খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ মাওলানা মজিবর রহমান এবং মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পুলকের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

এস এম এরশাদ/এএম/জেআইএম

আরও পড়ুন