ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৭ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৮ নভেম্বর ২০১৮

কক্সবাজারে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে খোকন মিয়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিএনপি নেতারা হলেন- খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক এম ফরিদুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল, ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আজিম ও ইউনিয়ন ছাত্রদল নেতা হেলাল উদ্দিন।

চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, খুটাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে বুধবার রাতে খোকন মিয়ার বাড়িতে বৈঠক করছিলেন নেতাকর্মীরা। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।

এদিকে উপজেলা বিএনপির সভাপতিসহ বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়টি পৌর বিএনপির সভাপতি স্বীকার করলেও এ ব্যাপারে কিছুই বলতে চাননি চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন।

সায়ীদ আলমগীর/বিএ