পুলিশের জবাবের গুলিতে মোহাম্মদ আলী নিহত
প্রতীকী ছবি
ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লাল পতাকা বাহিনীর আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ আলী (৩৮) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ডিবির দুই কর্মকর্তা। ঘটনাস্থল থেকে ১টি নাইন এমএম, ১টি ২ নলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৭টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুটি পাঁচুরিয়া এলাকার শাজাহানের জমিতে গোপন বৈঠককালে ডিবি পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আলী ওই ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামের ওহাব সেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র নির্দেনায় সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ডিবি পুলিশের সদস্যরা কুটি পাঁচুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে চরমপন্থী সদস্যরা গুলি ছুড়ে পুলিশের ওপর। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
রুবেলুর রহমান/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের