সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে প্রেরণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রবীর সিকদারকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে রোববার রাতে ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। এর আগে ঢাকাস্থ পত্রিকা অফিস থেকে তাকে আটক করা হয়। ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রোববার রাতে ফরিদপুরের এপিপি স্বপন পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- ২ ১৭ বছর তরুণ প্রজন্মের অনেকে ব্যালট পেপার চোখে দেখেনি
- ৩ সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেবো না: ইসি সানাউল্লাহ
- ৪ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
- ৫ জুলাই আন্দোলনে যারা পানি পান করিয়েছে তারাই ভোট চুরি ঠেকাবে