মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
প্রতীকী ছবি
মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। সেইসঙ্গে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী-স্ত্রী।
রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত স্বামী-স্ত্রী হলেন- পার্বতীপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোকছেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সহুরা বেগম (৩০)।
সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, দুপুরে মোটরসাইকেলযোগে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।
পার্বতীপুর-সৈয়দপুর সড়কে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানায় মামলা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর