ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা দিয়ে ফেরার পথে বখাটের লাঞ্ছনার শিকার ৩ জেডিসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১২ নভেম্বর ২০১৮

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) অংশগ্রহণকারী তিন ছাত্রী। রোববার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা তিনমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদরাসার তিন ছাত্রী পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিল। বখাটেরা তাদের পথরোধ করে টানা-হেঁচড়া করতে থাকে। চালক সিহাব উদ্দিন তাদের রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে ছাত্রীদের চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

বিলচাপড়ী দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুর রহিম জানান, বখাটেরা ছাত্রীদের যাতায়াতের পথে উত্ত্যাক্ত করছে। বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে। এরপরও এ ঘটনা ঘটেছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটেদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এফএ/পিআর

আরও পড়ুন