ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক হলেন ঠাকুরগাঁওয়ের দেলওয়ার

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১২ নভেম্বর ২০১৮

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বান্দরবান জেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সন্তান দেলওয়ার হোসেন বাবলু।

দেলওয়ার হোসেন বাবলু বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের আলিম উদ্দীনের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিউট থেকে ডিপ্লোমা করে গত ২০১৭ সালের আগস্ট মাসে দিনাজপুর জেলায় উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন।

বহুমুখী প্রতিভা ও অসাধারণ মানবিক গুণাবলীর অধিকারী বান্দরবান গণপূর্ত বিভাগের এই উপ-সহকারী প্রকৌশলী আগে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এমএএস/আরআইপি