গভীর রাতে আগুনে পুড়লো ৪ ঘর
দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে চারটি পাকা টিনসেডের ঘরসহ বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছুর আলী মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ পাকা টিনসেডের ঘরে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্ঠা করে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘরে থাকা সকল আসবাবপত্র, কাপড়, ধান-চাল ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ঘরের মধ্যে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপরে জানতে চাইলে ফুলবাড়ী ফায়ার স্টেশন মাস্টার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর