ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিমার আত্মহত্যার কারণ লেখা আছে চিরকুটে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

গাজীপুরে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া বেগম রিমা (২২) নামের এক কলেজছাত্রী। বুধবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সুমাইয়া বেগম রিমা গাজীপুর সিটি কর্পোরেশনের ভুরুলিয়া এলাকার মডেল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের আর্কিটেক্ট বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী ছিলেন।

তিনি কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের হেলাল উদিদ্দনের মেয়ে। ভুরুলিয়া এলাকার বকুল সরকারের বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করতেন তিনি।

গাজীপুর সদর থানা পুলিশের এসআই অমল চন্দ্র বলেন, দুই মাস আগে রিমা ভাড়া বাসায় ওঠেন। তিনি একাই একটি রুমে থাকতেন। বুধবার সকাল থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। সাড়া না পেয়ে বাড়ির মালিক বিকেলে পুলিশকে খবর দেন। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে রিমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। এতে আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে। তদন্তের স্বার্থে চিরকুটের তথ্য প্রকাশ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন রিমা।

রিমার ইনস্টিটিউটের শিক্ষক জাবের আহম্মেদ বলেন, রিমা ইনস্টিটিউটের পাশের একটি রুমে ভাড়া থাকত। কেন সে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা জানি না। খবর পেয়ে আত্মহত্যার বিষয়টি তার বাবা-মাকে জানানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন