ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চা‌লের পোকা মারার ট্যাব‌লেটে প্রাণ গেল দুই শিশুর!

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১২:১০ এএম, ১৭ নভেম্বর ২০১৮

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই শিশুর রহস্যজনক মৃতু্য হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, চা‌লের পোকা মারার গ্যাস ট্যাব‌লেট খেয়ে তাদের মৃতু্য হয়েছে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। শুক্রবার রাত ৯টায় চরমোন্তাজ ইউনিয়নের চরব্যারেট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, শোভা (১১) ও রো‌জিনা (১১)।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনাল কৃষ্ণ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শোভা ও রোজিন পরস্পর সহপাঠী। রাতে দু'জন একই স্থানে বসে চা‌লের পোকা মারার গ্যাস ট্যাব‌লেট খে‌য়ে ফেলে। এতে তাদের মৃতু্য হয়।

চরব্যারেট গ্রাম এলাকার মহাসিন চৌকিদারের মেয়ে শোভা ও একই এলাকার বিপুল মৃধার মেয়ে রোজিনা। নিহতরা চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

জেডএ