কষ্টিপাথরও হার মানে তাদের কাছে
বগুড়ায় নকল স্বর্ণবারসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে বগুড়া সদর ফাঁড়ি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ পিছ নকল স্বর্ণের বার।
গ্রেফতাররা হলেন- শহরের ফুলবাড়ী (মুগলিশপুর) এলাকার বাসিন্দা ডা. আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ হেল বারী ওরফে নয়ন (২৮), আটাপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে আপেল (২৮) এবং ফুলবাড়ী উত্তরপাড়ার মৃত গোফ্ফারের ছেলে সবুজ (৩০)।
জানা গেছে, শুক্রবা রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এসআই হাফিজের নেতৃতে পুলিশের একটি টিম শহরের ফুলবাড়ী উত্তর মুগলিশপুর এলাকায় প্রধান আসামি আব্দুল্লাহ হেল বারী ওরফে নয়নের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ১০ পিছ (প্রতিটি ৫ ভরি ওজন) নকল স্বর্ণের বার। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে আটক করা হয় অপর ২ জনকে।
বগুড়া সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিৎ করে জানান, আটকরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তারা নকল স্বর্ণবার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে আসল বলে বিক্রি করতো। বারগুলোতে আসল সোনার রঙ করে সঙ্গে রাখা কষ্টি পাথর ঘষে প্রথমে চক্রের সদস্যরা সেগুলোকে আসল হিসেবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করত। পরে তারা নিজেদের জরুরি টাকার প্রয়োজন দেখিয়ে ওই পরিমাণ স্বর্ণের মূল দামের অনেক কম দামে বিক্রি করতে চাইতো।
তাদের এমন ফাঁদে পড়ে মানুষ ওই স্বর্ণ কিনে প্রতারিত হত। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
লিমন বাসার/এফএ/এমএস