শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের টঙ্গীতে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ হামলায় আরও ছয় জন আহত হয়েছেন।
শনিবার রাতে পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজীব (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হাবিবুর রহমান হাবিব (১৭) স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। সে কাঠের দোকানের কর্মচারী ছিল।
আহতরা হলেন, পূর্ব আরিচপুরের বাসিন্দা মো. হাসান (১৮), মো. মাহফুজ (১৪), রুহান (১৫), জিসান (১৫), ভুইয়া পাড়ার বাসিন্দা মো. সোহেল (১৬) এবং মধুমিতা রোডের হাফেজ আহমেদ বাবু (২৩)।
টঙ্গী (পূর্ব) থানার ওসি কামাল হোসেন জানান, আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজারের নদীবন্দর এলাকায় রাত পৌনে ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হাসান ও তার লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে গুরুতর আহত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাজীব নামের এক যুবককে আটক করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে