ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ইয়াবাসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

নাটোরে ৪৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে শহরের এনএস সরকারী কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চৌধুরী বড়গাছা এলাকার খোরশেদ আলমের ছেলে রুবেল হোসেন (২৯) ও একই এলাকার আবু তৈয়বের ছেলে সোহেল রানা (২৯)।

র‌্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের ইনচার্জ এএসপি অজমল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল এনএস সরকারি কলেজ মাঠে অভিযান চালায় । এ সময় ৪৭৫ পিস ইয়াবাসহ রুবেল ও সোহেল রানাকে আটক করা হয়। পরে তাদের নাটোর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/আরএআর/আরআইপি/এমএস

আরও পড়ুন