নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন, কর্মচারী পলাতক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মো. ছাদেক নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে তার এক কর্মচারী পলাতক রয়েছে।
নিহত ছাদেক হোসেন (৩৮) নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কদ্দুস শেখের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. ছাদেক কয়েক বছর থেকে উপজেলার সফিপুর এলাকার হুসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি সফিপুর বাজার এলাকায় রশিদ নুরজাহান প্লাজায় দোকান ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দিয়ে ব্যবসা শুরু করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ওই ব্যবসা প্রতিষ্ঠানে যান তিনি। রাত ১০টার দিকে সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাজার পাহারাদার ও এলাকাবাসী।
পরে উদ্ধার করে স্থনীয় সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকাল ৮টার দিকে ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের কর্মচারী নাজমুল হোসেন পলাতক রয়েছেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে