দুপচাঁচিয়ায় ইয়াবাসহ আ.লীগ নেতার ভাই গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়া ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন আলীর ভাই মুনির হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মুনির পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার মৃত নজির উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুনিরকে থানা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
লিমন বাসার/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ২ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৩ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৪ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর