ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমানা পিলার থেকে উঠে যাচ্ছে পাকিস্তানের নাম

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৩ নভেম্বর ২০১৮

বাংলাদেশ-ভারতীয় সীমান্তের যে সকল পিলারের গায়ে পাকিস্তান লেখা রয়েছে সেগুলোতে নতুন করে বাংলাদেশ লেখা হবে। এ ব্যাপারে ভারতীয় বিএসএফ বিজিবির সঙ্গে সহমত পোষণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কাজ শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের গোয়ালপাড়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সীমান্তের পাচার অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।

অন্যদিকে ভারতীয় বিএসএফের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিজয় ডেমরী।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তথ্য কর্মকর্তা মিরাজুল ইসলাম জাগো নিউজ এসব বিষয় নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

আরও পড়ুন